প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৫:৩২ অপরাহ্ন
দক্ষিনী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। পরিশ্রম করেই সাফল্যের ছোঁয়া পেয়েছেন। ‘পুষ্পা ২’ নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে হায়দরাবাদে চলছিল সিনেমাটির শুটিং। সেখানেই একটি বিশেষ অ্যাকশন দৃশ্য ও গানের শুট করতে গিয়ে চোট লেগেছে দক্ষিণী সুপারস্টারের।
‘পুষ্পা টু’ সিনেমাটির পারিশ্রমিক নিয়ে এর আগে অনেক গুঞ্জন উঠেছিল। তবে কত পারিশ্রমিক পাচ্ছে এই নায়ক। সবারই যেন আগ্রহের কেন্দ্রতে রয়েছে। এবার জানা গেল সেই খবর।
চলতি বছরের শুরুতে জানা যায়, ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে সিনেমাটি থেকে যে পারিশ্রমিক তিনি নিয়েছেন তা ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতার রেকর্ড ভেঙে দিবে।
চলতি বছরের এপ্রিলে প্রকাশ্যে আসে সিক্যুয়েলটির ফার্স্টলুক। যেখানে তেলেঙ্গনার উপজাতিদের ধর্মীয় উৎসব ‘জাতারা’ গেটআপে দেখা দিয়েছিলেন অভিনেতা।
জমজমাটভাবে চলা এই সিনেমাটির শুটিং হঠাৎ বন্ধ হয়ে গেছে অভিনেতা আল্লু অর্জুনের আকস্মিক অসুস্থতার কারণে। পিছিয়ে গেছে শুটিং। নতুন শিডিউল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ।
জানা গেছে, ভারী কস্টিউমে চ্যালেঞ্জিং একটি দৃশ্যের শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এমনকি এই অবস্থাতেও তিনি শুটিং করতে চেয়েছিলেন, কিন্তু আল্লুর শারীরিক অবস্থার কথা ভেবে তা স্থগিত রেখেছেন পরিচালক সুকুমার। তবে জানা গেছে, অভিনেতা সেরে ওঠার পরই আবারও শুটিং শুরু হবে।
এ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। সবকিছু ঠিক থাকলে আগামীবছরের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’।