আজ শুক্রবার সকাল ৭ টায় সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার রবিন ২য় সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করেন। স্পোর্টস সম্পাদক জাহাঙ্গীর আলম রনির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক তছলিমা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা, সাধারণ সদস্য কামরুজ্জামান সোহেল, ফাতেমা বেগম প্রমুখ।
পিবজার শরীর চর্চা বিষয়ক অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিজেদের মধ্যে বন্ধুত্ব ও ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। শারীরিক সুস্থতায় শরীর চর্চা বিষয়ক সচেতনতামূলক কর্মশালার অংশ হিসেবে প্রতি শুক্রবার রমনা পার্কে সকাল ৭টায় শরীরচর্চা বিষয়ক ক্লাস অনুষ্ঠিত হয়।
এর আগেও গত ২৪ নভেম্বর কর্মসূচির উদ্বোধন করেন পিবজা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রুহী শামসাদ আরা ও সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার রবিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন পিবজার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ড. দিপু সিদ্দীকি, সহ সাধারণ সম্পাদক মাহাবুবুর, অর্থ সম্পাদক তছলিমা, সাংগঠনিক সম্পাদক বশিরুল, দপ্তর সম্পাদক সুমন, সদস্য মুস্তাফিজুর, আদম, শেলী, আমান, নবীন সহ আরো অনেকে।
এ সময় প্রথমে ব্যায়াম এর কিছু নিয়ম দেখানো হয় এবং প্র্যাকটিস করানো হয়। আনন্দঘন পরিবেশে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে কর্মশালটির অনুশীলন সম্পন্ন হয়।