প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৭:৩০ অপরাহ্ন
মুুলধারা তাবলিগ জামাতের ৩দিনব্যাপী এস্তেমায় শুক্রবার জুম্মার নামাজে শরীক হয়েছে কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলাসহ সারাদেশ ও কয়েকটি বাহিরের দেশের লাখো মুছল্লী।
কুড়িগ্রাম শহরের জেলা কারাগার সংলগ্ন নাজিরা মুন্সিপাড়া এলাকায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এস্তেমার আয়োজন করেন মুুলধারা তাবলিগ জামাতের কুড়িগ্রাম মারকাজের সাথীরা।
গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী এই এস্তেমার কার্যক্রম শুরু হয়। এতে সারা জাহানের মানুষের কল্যাণে দ্বীনের দাওয়াতের জন্য কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করেন মুুলধারা তাবলিগ জামাতের বিদেশী মেহমানসহ ঢাকার কাকরাইল মসজিদের আলেমেদীন মুরব্বী মাওলানা মোশারফ হোসেন, মুফতি মোস্তফাসহ আরও অনেকে।
৩ দিনব্যাপী এই এস্তেমা আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানা গেছে।