বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
১ কোটি ১১ লাখ শিশু উচ্চ জলবায়ু ঝুঁকিতে: সেভ দ্য চিলড্রেন
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন

প্রতি ৫ জন শিশুর মধ্যে একজন আর দেশের ১ কোটি ১১ লাখ শিশুই উচ্চ জলবায়ু ঝুঁকিতে বাস করছে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 

শিশুদের সুরক্ষা নিশ্চিতে গতানুগতিক উদ্যোগের পরিবর্তে, শিশুবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসিমুখ ঢাকছে বিষণ্ণতায়। জলবায়ুর অভিঘাতে বিপন্ন শিশুরা। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, লবণাক্ততা কিংবা খরা-এরসঙ্গেই প্রতিনিয়ত লড়ছে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশের শিশুরা।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, দেশে প্রতি ৫ জন শিশুর একজন উচ্চ জলবায়ু ঝুঁকিতে বসবাস করছে। সংখ্যায় যা এক কোটি ১১ লাখের বেশি।
  
জলবায়ুর বৈরিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে চরম অনিশ্চিয়তায়। শিশুদের শৈশব-কৈশোর কাটছে বার বার আশ্রয় হারানো, পুষ্টিহীনতার ঘূর্ণিচক্রে। স্বাস্থ্যসেবাতেও পড়ছে বিরুপ প্রভাব। জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র, প্রাণীজগতেও।
  
পরিস্থিতির উন্নতিতে শিশুবান্ধব জলবায়ু নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
 
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেকটর রিফাত বিন সাত্তার বলেন, সরকার অনেক উন্নয়ন করেছে। বাংলাদেশের মতো জায়গাতে আমি জানি যে, এসডিজির মতো জায়গাতে অনেক উন্নত হয়েছে। কিন্তু তারপরও বলবো যে, পরিবর্তনটা যদি জলবায়ুবান্ধব না হয়, জলবায়ু পরিবর্তন মাথায় রেখে যদি না করা হয়, তাহলে আমরা এ ধরনের সমস্যা মোকাবেলা করতে পারবো না। নীতি নির্ধারণের জায়গাগুলো আছে, এগুলো (নীতি নির্ধারণ) শিশুবান্ধব না। শিশু এবং তরুণদের সামনে এগিয়ে যেতে হলে এগুলো দরকার।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সূচকে, জলবায়ু পরিবর্তনে শিশুদের ঝুঁকি বিবেচনায় বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft