প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ২:২৭ অপরাহ্ন
২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী এ বছর এইচএসসিতে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
রোববার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এখনো চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও জানা গেছে কয়েকটি শিক্ষাবোর্ডের পাসের হার।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহে পাশের হার ৭০ দশমিক ৪৪। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৪৪ শিক্ষার্থী। যশোরে পাশের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১ শতাংশ। এছাড়া, কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ ও রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৫ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ বলে জানা গেছে।