সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 

সপ্তাহে তিন দিন ছুটির যুগে সৌদি আরব    নিখোঁজ ‘বিটিএস–ভক্ত’ ছাত্রী সন্ধ্যায় ঢাকায় উদ্ধার    তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা জারি    স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি ছাড়া, ফিরলেন ৩২ বছর পর    ভারতের সঙ্গে সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে    ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল লোপাটের অভিযোগ   
তফসিল প্রত্যাখ্যান করে নিউইয়র্কে বিএনপির র‌্যালি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে স্টেট বিএনপির এক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, কেয়ারটেকার সরকার ব্যতিত নির্বাচনী তফসিল মানে না প্রবাসীরা। তাই অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মত এই প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে।

অপর কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট জানান, এক দফা দাবি আদায়ের জন্যে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের বিক্ষোভ হবে এবং মহাসচিব সমীপে স্মারকলিপি প্রদান করা হবে। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ র‌্যালিতে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মিল্টন ভুইয়া, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা।

র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম, স্টেট বিএনপির সিনিয়র যুগম আহব্বায়ক আনোয়ার হোসেন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম সিকদার, বদরুল হক আজাদ, কাওসার আহমেদ, নীরা রাববানী দেওয়ান কাউসার এবং আরিফুর রহমান, দক্ষিণের যুগ্ম আহব্বায়ক শাহাদাত হোসেন রাজু, বিএনপি নেতা জিয়াউর রহমান মিশন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, গোলাম হোসেন, মাহবুবু রহমান মুকুল, মো রইস উদ্দিন, আলমগীর হোসেন, যুবদল নেতা আমানুল্লাহ আমান ও মনির হোসেন প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft