শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আরেফীর চাচাতো ভাই লিটন মোর্শেদ গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর চাচাতো ভাই লিটন মোর্শেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন মোর্শেদ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি মিয়া আরেফীর আপন চাচাতো ভাই এবং একজন জামায়াত কর্মী। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফীর আপন চাচাতো ভাই লিটন মোর্শেদকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি একজন জামায়াত কর্মী। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

তিনি জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের রাতে মিয়া জাহিদুল ইসলাম আরেফী দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। 

এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন ও অবসর প্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদীকে দেখা গেছে। 

এই ঘটনার পর আরেফীকে নিয়ে গোটা দেশে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে ২৯ অক্টোবর দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মিয়া আরেফীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি আমেরিকা চলে যাচ্ছিলেন। এরপর ৩১ অক্টোবর ডিবি পুলিশ চৌধুরী হাসান সারওয়ারদীকেও গ্রেপ্তার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft