প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন

শেরপুর জেলার পর ময়মনমসংহ বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বচিত হলেন শেরপুরের শ্রীববরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
তিনি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২৩সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে পদকের জন্য মনোণিত হয়েছেন।
শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইস্তেখার ইউনুছসহ সরকারী কর্মকর্তা- কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, শ্রীবরদী ও ঝিনাইগাতীর কতিপয় সংবাদিকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে সাংবাদিকদের বলেন, আমি ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনিত হওয়ায় জনসাধারণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন ২ উপজেলা বাসীকে উৎসর্গ করেছেন বলেও জানান তিনি।