প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:৩৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের মরগান স্টেট ইউনিভার্সিটির কাছে গোলাগুলিতে একাধিক ব্যক্তির হতাহতের খবর পাওয়া গেছে।
বাল্টিমোর পুলিশ বিভাগ(বিপিডি) এক্সে (সাবেক টুইটার) বলেছে, তারা মরগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গোলাগুলির পরিস্থিতি মোকাবেলা করছিল।
বিপিডি একাধিক ব্যক্তির হতাহতের বিষয়ে নিশ্চিত হয়েছে বলে এক্সে উল্লেখ করা হয়েছে। পুলিশ বিভাগ থেকে সকলকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের ঘটনাস্থল থেকে দূরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার কথা বলেছে।
উল্লেখ্য, ঐতিহাসিকভাবে মরগান স্টেট একটি কৃষ্ণাঙ্গ বিশ^বিদ্যালয়। এখানে প্রায় নয় হাজার শিক্ষার্থী রয়েছে। আগ্নেয়াস্ত্রের সহজ লভ্যতার কারনে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
সূত্র: বাসস