প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:৩৩ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বাঁশ বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন।
অনুষ্ঠানে মোট ১২০ জন পেঁয়াজ চাষির প্রত্যেককে উন্নত মানের এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, পলিথিন, বালাই নাশক ও সুতুলি প্রদান করা হয়।
এ ছাড়াও পেঁয়াজ চাষিদেরকে জনপ্রতি দু’হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগ।