প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় পাল্টাপাল্টি অবস্থানে ভারত ও কানাডা। সেই ধারাবাহিকতায় এবায় ৪০ কূটনীতিককে কানাডায় ফিরতে নির্দেশ দিয়েছে ভারত।
আগামী ১০ অক্টোবর তাদের কানাডায় ফেরত যেতে বলা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। এদের মধ্যে ৪১ জনকে কানাডায় ফেরত পাঠানোর কথা জানিয়েছে ভারত।
খালিস্তানি আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতকে অভিযুক্ত করায় কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
জি-২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সফরে এসে এ হত্যায় দিল্লির সম্পৃক্তার কথা নরেন্দ্র মোদিকে জানান। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্কের ভাটা পড়ে।
চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে হারদীপ সিংকে গুলি করে হত্যা করা হয়।
তবে ভারত নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত নয় বলে শুরু থেকেই অস্বীকার করে আসছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লি জড়িত থাকার কোনো প্রমাণ ট্রুডো সরকার দেখাতে পারেনি।
সূত্র: হিন্দুস্তান টাইম