প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ২:০৫ অপরাহ্ন
চীনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে রেলপথ। তাই রেল নিয়ে দেশটির উচ্চাকাঙ্ক্ষার যেন শেষ নেই।
এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব উপকূলে সাগরের ওপর দিয়ে ২৭৭ কিলোমিটার দীর্ঘ রেললাইন চালু করেছে দেশটি।
সাগরের ওপর দিয়ে চলা রেললাইন চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝৌউ, জিয়ামেন ও ফুঝৌউ শহরকে সংযুক্ত করেছে।
এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেনটি প্রদেশের রাজধানী থেকে যাত্রা শুরু করে। নতুন এই রেললাইনে ৮৪টি সেতু ও ২৯টি টানেল রয়েছে।
এ ছাড়া সাগরের ওপর দিয়ে গেছে ২০ কিলোমিটার লাইন। চীনে এটিই সাগরের ওপর দিয়ে যাওয়া প্রথম বুলেট ট্রেন পরিষেবা।
দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরের ওপর রেললাইন নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব ইস্পাত ও বুদ্ধিমান রোবট।
সূত্র : সিএনএনৃ