মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
এমবাপ্পে-হাকিমির গোলে ডর্টমুন্ডকে হারালো পিএসজি
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমির গোলে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল পিএসজি।

মঙ্গলবার রাতে গ্রুপ ‘এফ’এ ঘরের মাঠে প্রথমে এমবাপ্পে ও হাকিমির গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস জায়ান্টরা।

ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণকে পাখির চোখ করে পিএসজি। তবে দাপুটে আক্রমণের পরও বক্সের কাছাকাছি গিয়ে সুবিধা করতে পারছিল না তারা । উল্টো প্রতি-আক্রমণ থেকে গোল প্রায় খেয়েই ফেলেছিল। 

তবে গিয়ানলুইগি দোন্নারুম্মার কারণে সে যাত্রায় বেঁচে যায় পিএসজি। একটু পর গোলের সুযোগ হাতছাড়া করে পিএসজি। এরপর ১৯ মিনিটে পিএসজিকে গোলবঞ্চিত পোস্ট। আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে শট নেন ভিতিনহা। কিন্তু পোস্টে লাগায় হতাশ হতে হয় পিএসজিকে।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও হতাশ পিএসজি বিরতির চার মিনিটের মাথায় গোলের দেখা পায়। এমবাপ্পে পেনাল্টি থেকে গোল আদায় করেন। অথচ প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিল ডর্টমুন্ড। ডনিয়েল মালেন জায়গা পেয়ে শট নিয়েছিলেন। কিন্তু সেটি সহজেই রক্ষা করেছেন দোন্নারুম্মা।  

এরপর ৫৮ মিনিটে হাকিমির দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। ভিতিনহার কাছ থেকে বল পেয়ে দারুণভাবে এক ডর্টমুন্ড ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করে এই মরোক্কান তারকা। এরপর দুই দলই চেষ্টা করেছে গোলের। কিন্তু কেউ আর গোলের দেখা পায়নি।

এ জয়ে গ্রুপ ‘এফ’ থেকে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে গেছে পিএসজি। কেননা একই গ্রুপের অন্য ম্যাচে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে প্রথম ম্যাচে এসি মিলানকে তাদের মাঠে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft