মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
ভারতে পুলিশকে বিবস্ত্র করে খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় গ্রামবাসীরা পুলিশ কর্মকর্তাকে আটকের পর খুঁটির সাথে বেঁধে প্রচণ্ড মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে

ভারতের উত্তরপ্রদেশে এক নারীর বাড়িতে ঢুকে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন পুলিশের এক কর্মকর্তা। পরে ওই পুলিশ কর্মকর্তাকে বিবস্ত্র করে খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর করেছেন স্থানীয় গ্রামবাসীরা। 

গত রোববার উত্তরপ্রদেশের আগ্রায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রামবাসীরা পুলিশ কর্মকর্তাকে আটকের পর খুঁটির সাথে বেঁধে প্রচণ্ড মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ কর্মকর্তার ওপর হামলার এই ঘটনা স্থানীয়দের অনেকে ভিডিও করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা নারীকে লাঞ্ছিত করার সময় গ্রামবাসীরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠার পর আগ্রার পুলিশ কমিশনার ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে বলছে, ভুক্তভোগী নারী পুলিশের ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন।
 
আগ্রার এই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়ে সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসীরা। তারা অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সন্দীপ কুমার ওই নারীর করা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। 

মাত্র দুই বছর আগে পুলিশে যোগ দেওয়া সন্দীপ বলেছেন, তিনি একটি মামলার তদন্তের জন্য ওই নারীর বাড়িতে যান। এসময় গ্রামবাসীরা হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft