মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
মাদারীপুরে বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৮ অপরাহ্ন

মাদারীপুরে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শ্রীনাথদী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চৌহদ্দি এলাকার নীল কমল মন্ডলের ছেলে নীলকন্ঠ মন্ডল (২৩) ও কলাগাছিয়া এলাকার স্বপন বিশ্বাসের ছেলে অলোক বিশ্বাস (২২)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার শ্রীনাথদী এলাকায় বিদেশি মদ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন নীলকন্ঠ মন্ডল ও অলোক বিশ্বাস নামের দুই মাদক কারবারি। এমন খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। 

এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি নীলকন্ঠ মন্ডল ও অলোক বিশ্বাস পালানোর চেষ্টা করলে কৌশলে তাদের আটক করা হয়। 

এসময় তাদের তল্লাশি করে সাথে থাকা একটি ব্যাগ থেকে ১২ বোতল বিভিন্ন বিদেশি কোম্পানির মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের প্রধান এএসপি ভাস্কর সাহা জানান, মদ বিক্রিকালে দুই যুবককে ১২ বোতল বিদেশি কোম্পানির মদসহ গ্রেফতার করা হয়েছে। প্রতি বোতলে ১ লিটার করে মদ রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft