প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩১ অপরাহ্ন

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুল আলোচিত বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে ইরান থেকে ছাড়া পেয়েছেন ৫ মার্কিন নাগরিক।
বিষয়টি নিশ্চিত করে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, মুক্তি পাওয়া পাঁচ আমেরিকান এবং তাদের মার্কিন পরিবারের দুই সদস্য কাতারের রাজধানী দোহায় উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বন্দীদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে হোয়াইট হাউস; তারা হলেন– সিয়ামক নামাজি, এমাদ শার্ঘি এবং মোরাদ তাহবাজ।
অন্য দুজনের পরিবার তাদের পরিচয় প্রকাশ করেনি। তবে তাদের মধ্যে একজন বিজ্ঞানী এবং আরেকজন ব্যবসায়ী বলে জানা গেছে। পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এরমধ্যে একজন নারীও রয়েছেন।