প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া ধোলাইপাড় বাজার এলাকায় রং তৈরির কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া ধোলাইপাড় বাজার এলাকায় একটি রং তৈরির কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে।
রাত পৌনে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায়। পরে তিন ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।