খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট (কেপিআই) অডিটোরিয়ামে কেপিআই'র ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উদপাযন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উক্ত সভা থেকে সর্বসম্মতিক্রমে সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবং সকলের সহযোগিতায় আগামীতে কোন বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে না এমনটাই প্রত্যাশা উপস্থিত সকলের । সভায় সকলের উপস্থিতিতে আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে সকল কার্যক্রম চলমান রয়েছে।
হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফল করার লক্ষ্যে আগামী ৬ অক্টোবর (শুক্রবার) খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট এ বিকাল ৩ টায় দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে একটি পূর্নাঙ্গ কমিটি ও পুনর্মিলনীর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
আলোচনা সভায় ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেষ পাল বলেন, প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়জনে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফলে সার্বিক সহযোগিতা তার পক্ষ থেকে থাকবে। তিনি চান কেপিআইতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ ঘণ পরিবেশে এই হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হোক।
সবশেষ উপস্থিত সকলে অন্যান্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের দল মত নির্বিশেষে আগামী ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় কেপিআইতে উপস্থিত থাকার আহবান জানান ।