মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় স্কুলের শিক্ষার্থীদের আড্ডা বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এসময় দশম শ্রেণির তিন ছাত্রীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের অভিভাবকদের ডেকে মুচলেেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন- বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন। 

এসময় বোয়ালমারী রেলস্টেশন সড়কে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করে আদালত।

স্থানীয় ও আদালত সুত্রে জানা গেছে, ক্লাস ফাঁকি দিয়ে চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দেওয়া দশম শ্রেণির ৩ ছাত্রীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দেওয়া শিক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে।

পরবর্তীতে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদেরকে তাদের হাতে তুলে দেন এবং সন্তানের চলাফেরা ও কাদের সঙ্গে মিশছে সে সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানান। 

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন বলেন, আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও তাদের সুযোগ সৃষ্টি করে দেয়া রেস্টুরেন্টের মালিক কর্মচারীদের সতর্ক করেছি। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রেস্তোরাঁ বা যে কোনো স্থানে শিক্ষার্থীদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft