মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আলু ব্যবসায়িকে জরিমানা
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায অধিক মুনাফা লাভের চেষ্টার সময় তিন আলু ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করেন- ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান। 

জরিমানাপ্রাপ্ত আনন্দ বাজারের মেসার্স আয়ানা এন্টারপ্রাইজকে ৪ হাজার, মেসার্স ফজলুল হককে ২ হাজার ও মেসার্স তামান্না বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। আলুর মূল্য অধিক রেখে বাজারকে অস্থির করছে কিছু অসাধু ব্যবসায়ী। 

এমন অভিযোগের ভিত্তিতে আজ জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় অধিক মুনাফার আশায় ৩৯ টাকা ধরে আলু ক্রয় করে ৪৫ টাকা বিক্রি ও পাকা রসিদ সংরক্ষণ না করেই আলু বিক্রি করছে। 

তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে তামান্না বাণিজ্যালয়কে ৫ হাজার, অধিক মুনাফায় আলু বিক্রির অপরাধে মেসার্স ফজলুল হককে ২ হাজার ও মেসার্স আয়ানা এন্টারপ্রাইজকে ৪ হাজার করে তিন ব্যাবসায়িকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাজার স্হিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় সদর মডেল থানা পুলিশ উপস্হিত ছিলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft