মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
কালকিনিতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৬ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃশহিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মোঃবদিউজ্জামান খান,প্রশিক্ষক(ইউআরসি) এস এম সিদ্দিকুর রহমান,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃআমিনুল হক মৃধা,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ঢালী, সহকারী শিক্ষা কমকর্তা মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ হামিদুল হক, ক্ষিরোদ চন্দ্র রায়, আনিসুর রহমান মিয়া, মোঃ মাহাবুল ইসলাম, রঞ্জন কুমার বোষ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিকাশ চন্দ্র মল্লিক, মোঃ আবুল কালাম, সুবাস চন্দ্র চৌধুরী, সহকারী প্রশিক্ষক (ইউআরসি) একলাছুর রহমান সহ বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদ্য যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

নব যোগদানকৃত সহকারি শিক্ষক আসাদ বিন হোসেন ও সাথী রানী পূজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে না পারলে মাধ্যমিক ও উচ্চশিক্ষার মান দুর্বল হবে। সব শিক্ষকের মেধা, দক্ষতা ও যোগ্যতা সমান হবে এমনটি আশা করা যায় না। তবে সবার মাঝে নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সৎ, দেশ- প্রেমিক ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ে শিশুদের নৈতিক শিক্ষা প্রদান করতে শিক্ষকদের আহবান জানানো হয় কর্মশালায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft