মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কাপাসিয়ায় র‍্যালী ও আলোচনা সভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২০ অপরাহ্ন

"সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায়  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যলি,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে শুরু হয়ে একটি র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,ইউপি চেয়ারম্যান হিরন মোল্লা, ইউপি চেয়ারম্যান আইবুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ খাঁন,ইউপি সদস্য কাইয়ুম মোল্লা, সংরক্ষিত নারী সদস্য বিলকিস প্রমুখ। 

আলোচনা সভার পূর্বে স্থানীয় সরকার দিবসে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে৷ মেলার এই স্টলগুলো থেকে সেবা নিতে পারবেন জনসাধারণ।মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল অফিস ও প্রতিষ্ঠান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবে। মেলায় যাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, সে জন্য উপজেলা কমিটি মেলাকে আকর্ষণীয়, উপভোগ্য করার কাজ করে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর রহমান,ইউপি চেয়ারম্যান আতা উজ্জামান বাবলুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,সুশীল সমাজ,মুক্তিযোদ্ধাগণ,  ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft