প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৭ অপরাহ্ন

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক ২।
গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে টাঙ্গাইলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। সার্চ ইঞ্জিন গুগলেও কম্পনের মাত্রা ৪.২ বলে জানানো হয়েছে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই অনেকে কম্পন টের পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।