মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
জায়েদ খানের ভক্ত পূজা চেরি!
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার অন্ত নেই। 

সোশ্যাল মিডিয়ায় এমনও বলা হয়- ‘জায়েদ খান একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই’। তবে জায়েদ খানের ভাষ্যমতে তার অসংখ্য নারী ভক্ত রয়েছেন। 

এমনও জানান, এক তরুণী নাকি তার ছবিযুক্ত বালিশে ঘুমান।

এবার জায়েদ খানের নারী ভক্তকূল নিয়ে জানা গেল চমকপ্রদ আরেকটি বিষয়। জানা গেল তার আরেক নারী ভক্তের কথা। তাও সাধারণ কোনো নারী ভক্ত নয়, তিনি ঢাকাই সিনেমার হালের ক্রেজ চিত্রনায়িকা পূজা চেরি!

বাস্ততেই এই চিত্রনায়িকা জায়েদ খানের ভক্ত কিনা তা জানা না গেলেও সিনেমার পর্দায় তার ভক্ত হিসেবেই দেখা যাবে পূজা চেরিকে। এমনটিই জানিয়েছেন স্বয়ং জায়েদ খান।

রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে নতুন একটি সিনেমার শুটিং। এ সিনেমার গল্প জায়েদ খানকে কেন্দ্র করে।

জায়েদ খান নায়ক হিসেবে সিনেমার শুটিং করতে যান গ্রামে, সেখানেই ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। সিনেমার নাম ‘লিপস্টিক’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জায়েদ খান।

তিনি বলেন, ‘রোববার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।’

এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পূজা চেরির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন জায়েদ খান। 

এ প্রসঙ্গে জায়েদ তিনি বলেন, ‘পূজা চেরি আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। 

তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’

লিপস্টিক নামের এই সিনেমায় আরো অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft