প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

সরকার হটানোর ‘এক দফা’ দাবিতে এবার ১৫ দিনের গুচ্ছ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি।
নানামাত্রিক সমাবেশ, একাধিক রোডমার্চ থাকবে এই গুচ্ছ কর্মসূচিতে।
আগামী মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা যায়।
নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা বলেছেন নির্বাচন কমিশনার জনাব মোঃ আনিছুর রহমান।
এর আগেই অক্টোবর মাসে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায় বিএনপি।
সে চিন্তা থেকেই এ সপ্তাহে ১৫ দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে দলটি। এই কর্মসূচি শেষ হলে অক্টোবরের প্রথম সপ্তাহেই আবার টানা নতুন কর্মসূচি দিতে পারে দলটি।
বিএনপির একাধিক সূত্র থেকে জানা যায়, আগামী মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে বড় সমাবেশের মধ্য দিয়ে এই ধাপের কর্মসূচির সূচনা হবে।
এরপর পর্যায়ক্রমে রাজধানী ঢাকায় ও নারায়ণগঞ্জে তিনটি সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চারটি রোডমার্চ কর্মসূচি করা হতে পারে।
আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কর্মসূচির ঘোষণার কথা রয়েছে দলটির।