বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২৬
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩২ অপরাহ্ন

মাদারীপুরের তিন ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন। এদিকে ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ রোববার সকাল ৮ টার পর থেকে জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়ন ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুল ইসলাম।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা ও কালিগঞ্জ এলাকা এবং সদর উপজেলার হোগলপাতিয়ার বিভিন্ন এলাকায় কয়েকটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে থাকে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নুরুল ইসলাম বলেন, সকাল সোয়া ৮টার পর ১১ জন রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে। 

পরে তাদের ভ্যাকসিন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে একই সমস্যা নিয়ে আরো কমপক্ষে ১৫ জন রোগী হাসপাতালে আসেন। তাদের সবাইকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft