মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন
সভাপতি শামসুল ও সাধারণ সম্পাদক রেজাউল
রাজশাহী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

দীর্ঘ প্রতীক্ষা ও সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩। নির্বাচনে ১৩ ভোট ব্যবধান রেখে সভাপতির চেয়ার নিশ্চিত করেছেন ক্লাবটির সাবেক সিনিয়র সহ-সভাপতি দৈনিক জবাবদিহি পত্রিকার রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম। 

তিনি মোট ২৩টি ভোট পেয়েছেন। এদিকে অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদকের চেয়ার নিশ্চিত করেছেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রেজাউল করিম।

গতকাল ১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টা থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহন শেষ করেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ৪০ টি ভোটের মধ্যে ৩৬ টি ভোট গ্রহণ হয়। বাকী চারটি ভোটের মধ্যে ২ টি ভোট নষ্ট হয়। এসময় দুজন অনুপস্থিত ছিলেন।

 গৃহীত ভোটের মধ্যে ২৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক জবাবদিহির রাজশাহী প্রতিনিধি সামসুল ইসলাম। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা পেয়েছেন ১০ ভোট। 

অপর সভাপতি প্রার্থী সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ভোট পেয়েছেন ৩ টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ পদ, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম।

এছাড়াও ২০ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলাউদ্দিন মন্ডল।  আরেক সহ-সভাপতি প্রার্থী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন পেয়েছেন ১৬ ভোট।  

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান আল আমিন হোসেন পেয়েছেন ১৫ ভোট। ১৯ ভোট পেয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এফডিআর ফয়সাল। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল ভোট পেয়েছে ১৭টি। ১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য-১ হয়েছেন আল আমিন পাপন। ১০ ভোট পেয়ে নির্বাহী সদস্য-২ হয়েছেন শফিকুর রহমান ইমন। 

নির্বাহী সদস্যে অপর দুই প্রার্থী আক্তার হোসেন হিরা ও আবুল হাসেম পেয়েছে ৪ টি করে ভোট। এতে লটারি করে নির্বাহী সদস্য-৩ হয়েছেন আক্তার হোসেন হিরা। 

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক শাহিন সাগর, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল।

নির্বাচন কমিশনের সহকারী কমিশনার এড. জ্যোতিউল ইসলাম সাফী উক্ত ফলাফল ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft