প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০০ অপরাহ্ন

আজ শনিবার উলভসের ঘরের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের এ ম্যাচে উলভসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে “দ্য রেড” খ্যাত লিভারপুল।
ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় গোল করে লিভারপুলকে ভয় ধরিয়ে দেন চ্যান। এ বছরের জানুয়ারিতেই এই উলভসের কাছেই ধরা খেয়েছিল লিভারপুল।
গোল খেলেই একই ধাচে খেলা চালিয়ে যায় ক্লপের শিষ্যরা। রক্ষণ শক্ত রেখে খেলতে থাকলেও স্বাগতিকরা কয়েকবার আক্রমণ করেন। প্রথমার্ধের শেষ দিকে মোহামেদ সালাহর শট রুখে দেন উলভস গোলরক্ষক। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উলভস।
বিরতির পর নেমে মুহুমুহু আক্রমণ শুরু করে লিভারপুল। ৫৫ মিনিটে ফলও এসে যায়। সালাহর পাস থেকে বল পেয়ে মাঠের বাম দিক দিয়ে ঢুকে বাম পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন গাকপো। তাতে ১-১ গোলে সমতার ফেরে ক্লপের দল।
৮৫ মিনিটে মিশরীয় তারকার পাস থেকে বল পেয়ে মাঠের ডান দিক থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন রবার্টসন। নির্ধারিত সময়ে ২-১ ব্যবধানে খেলা শেষ হয়।
তবে যোগ করা সময়ে ৯১ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন হুগো বুয়েনো। আর তাতেই ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মঠে ছাড়ে অ্যানফিল্ডের দলটি।
এই ফলাফলে পাঁচ ম্যাচের পর ১৩ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। আর উলভসরা তিন পয়েন্টে ১৫তম।