বকশীগঞ্জ পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ পানিতে ডুবে মো. ফাহিম নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহিম হাসান ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
ফাহিমের পরিবার সূত্রে জানাযায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ফাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।