প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০০ অপরাহ্ন

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের পথ বেছে নিলেন ‘দ্য উলভারিন’ তারকা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা-লি ফার্নেস। বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করে একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন দুজনে।
বিবৃতিতে তারা বলেছেন, ‘আমাদের প্রায় তিন যুগ ভালোবাসায় পূর্ণ দম্পতি হিসেবে দারুণ সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। আমাদের পথ এখন বদলে যাচ্ছে এবং আমরা ব্যক্তিগত সমৃদ্ধির জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরো লেখা হয়েছে, ‘আমাদের পরিবার সবসময়েই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং থাকবে। আমরা আমাদের জীবনের পরবর্তী অধ্যায়টি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং উদারতার সাথে গ্রহণ করছি আমরা। আমাদের গোপনীয়তার প্রতি সম্মান রাখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’
১৯৯৫ সালে টেলিভিশন সিরিজ ‘কোরালি’তে সহ–শিল্পী ছিলেন হিউ জ্যাকম্যান ও ডেবোরা। শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ১৯৯৬ সালে বিয়ে করে সংসার শুরু করেন তারা।
হিউ এবং ডেবোরা দম্পতির অস্কার এবং আভা নামে দুটি সন্তান রয়েছে। দুটি সন্তানই দত্তক নেওয়া।