মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
নাইজারে সামরিক জান্তার হাতে জিম্মি ফরাসি রাষ্ট্রদূত
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৬ অপরাহ্ন

গতকাল শুক্রবার পূর্বাঞ্চলের শহর সেমুর-এন-অক্সিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সাংবাদিকদের জানান, নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে দূতাবাসের ভেতর জিম্মি করে রেখেছে নাইজারের সামরিক জান্তা। তিনি অভিযোগ করেছেন, দূতাবাসের ভেতর নাইজারের সেনারা কোনো খাবারও নিতে দিচ্ছেন না।


তিনি বলেন, এ মুহূর্তে, আমাদের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কর্মকর্তারা ফ্রান্সের দূতাবাসে কার্যত জিম্মি আছেন। জান্তার সদস্যরা খাবার নিতে দিচ্ছে না। রাষ্ট্রদূত এখন সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত রেশনের খাদ্যপণ্য খেয়ে বেঁচে আছেন।

তিনি আরও বলেছেন, ‘রাষ্ট্রদূত বাইরে যেতে পারছেন না। তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং খাবার দেওয়া হচ্ছে না।’

গত ২৬ জুলাই কোনো রক্তপাত ছাড়াই পশ্চিমা ও ফ্রান্সপন্থি নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। এর কয়েকদিন পর ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ দেয় তারা। তবে ম্যাক্রোঁর নির্দেশনায় রাষ্ট্রদূত সালভিন ইত্তে সেই নির্দেশনা মানেননি। এতে ক্ষুব্ধ হয়ে জান্তা তার ভিসা বাতিল করে দেয় এবং পুলিশকে নির্দেশ দেয় তাকে যেন নাইজার থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

ফ্রান্সের দাবি, তারা জান্তার দেওয়া এ নির্দেশনা মানবে না, কারণ জান্তার এ ধরনের নির্দেশনা দেওয়ার এখতিয়ার নেই। তারা আরও জানিয়েছে, শুধুমাত্র প্রেসিডেন্ট বাজোম এ ধরনের নির্দেশ দিলে তারা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়ে যাবে।

নাইজারে বর্তমানে ফ্রান্সের প্রায় দেড় হাজার সেনা রয়েছে। ক্ষমতা দখলের পর সামরিক জান্তা এসব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যেতে বলেছে। তবে ফ্রান্স এখনো এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।

এদিকে গত সপ্তাহে জান্তার মুখপাত্র কর্নেল আমাদু আব্দররমান এক সংবাদসম্মেলনে দাবি করেন, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ফ্রান্স যুদ্ধাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জড়ো করছে যেন নাইজারের ওপর হামলা চালানো যায়।

গত দুই বছরে মালি ও বুরকিনা ফাসোতেও সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নেয় এবং ফ্রান্সের সেনাদের বের করে দেয়। এরপর এসব সেনা নাইজারে অবস্থান নেয়। 

সবশেষে নাইজার থেকেও যদি ফ্রান্সকে নিজেদের সেনা সরিয়ে নিতে হয় তাহলে পশ্চিম আফ্রিকার উপর থেকে তাদের নিয়ন্ত্রণ চলে যাবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft