প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার কাটাবাড়ি খালের উপর ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা ব্রীজ সংলগ্ন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা'র সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোনায়েম হোসেন জেমস, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।