প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ন

পটুয়াখালী জেলা পুলিশ গত এক মাসে ১০১টি সহ বিগত ৬ মাসে ৪০০টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে।
মোবাইল ফোন হারানো বা চুরির ঘটনায় জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে গত মাসে উদ্ধার করা ১০১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার সাইদুল ইসলাম।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, পুরনো ডিভাইস কিনলেও যথাযথ প্রমাণসহ কেনা উচিত, যেন নিশ্চিত হওয়া যায় যে এটি চোরাই ডিভাইস নয়। তা না হলে পুরোনো ডিভাইস যদি এর আগে কোনো অপরাধ সংঘটনের সময় ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এর বর্তমান ব্যবহারকারীও বিপদে পড়তে পারেন। তাই পুরনো ডিভাইস কেনার ক্ষেত্রে সচেতন হতে হবে।
পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ১০১টি মোবাইল ফোনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা।