প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১২ অপরাহ্ন

মেহেরপুরে একটি ইজিবাইক উল্টে মাসুদ রানা (৪৪) নামের একজন সহকারি দলিল লেখক নিহত হয়েছেন। এসময় চালকসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত মাসুদ রানা জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের ফিরোজ আলী মহুরার ছেলে। আহতদের বাড়ি গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কোলার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাসুদ রানাসহ ৭জন যাত্রী একটি ইজিবাইকযোগে মেহেরপুর কোর্টে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কোলার মোড় নামক স্থানে পৌঁছালে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি উল্টে মাসুদ রানা ও চালকসহ ৭জন যাত্রী আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা সূত্র জানায়, নিহত মাসুদ রানার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।