ফটিকছড়িতে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০২ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. মারুফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এসএম মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর পিতা গত বুধবার সকালে রাসেল ইরফান ও মো. মারুফ নামের দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।
এ ঘটনায় মো. মারুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূলহোতা রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিকটিমের পিতা জানান, নিচিন্তা গ্রামের বাসিন্দা রাসেল ইরফান মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েকে প্রায়ই সময় উত্ত্যক্ত করত। এ বিষয়ে রাসেলকে সতর্ক করেছিলাম। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি। গত রবিবার মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার সময় তার পথ রোধ করে রাসেল। এ সময় মারুফ নামের রাসেলের এক বন্ধুর সহায়তায় মেয়েকে মুখে গামছা গুঁজে দিয়ে টেনে-হিঁচড়ে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পথচারীরা টের পেয়ে মেয়েকে উদ্ধার করে। পরে গ্রামবাসী মিলে রাসেলকে ধাওয়া দিলে পালিয়ে যায়।