প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ কেজি গাঁজাসহ ৪ নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আক্কাস আলীর নেতৃত্বে শিবপুর সিএনজি স্টেশনে বিশেষ অভিযানে তাদের গাঁজাসহ আটক করেন।
আটককৃত আসামীরা হচ্ছে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার উত্তর কান্দা গ্রামের মোঃ রুবেল মিয়ার স্ত্রী মোসাঃ বৃষ্টি আক্তার সনিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চর চন্নিপুর গ্রামের সোহেল ওরফে সোহাগের স্ত্রী সিমা আক্তার (২০), আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মোঃ রুবেলের মেয়ে মোসাঃ তামান্না আক্তার (১৪) এবং একই গ্রামের মোঃ আবুল কাশেমের মেয়ে মোসাঃ সাদিয়া আক্তার (১৭)।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, মাদকসহ আটককৃত চার নারীকে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।