প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

সময় ১৭ ঘণ্টা। এর মাঝে সমুদ্রে ৩.৮ কিলোমিটার সাঁতার, পাহাড়ি রাস্তায় ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং উঁচু–নিচু পথে ৪২.২ কিলোমিটার দৌড় বিরতিহীনভাবে সম্পন্ন করতে হবে।
এমন কঠিন প্রতিযোগিতাকেই বলা হয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের ১০ সেপ্টেম্বর ফ্রান্সের নিসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে পাঁচজন অংশ নিয়েছিলেন। যাদের মাঝে অন্যতম হলেন আরিফুল রহমান বেলাল।
আরিফুলের বিশ্ব চ্যাম্পিয়নশিপে আসার গল্পটাও দারুণ।
গত বছর ‘আয়রনম্যান মালয়েশিয়া’ প্রতিযোগিতা কৃতিত্বের সাথে ১১ ঘন্টা ২১ মিনিটে সফলভাবে শেষ করে তিনি আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেন।
আসরে বাংলাদেশি আয়রনম্যানদের মধ্যে সবার আগে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত সাঁতার, সাইক্লিং ও দৌড় শেষ করেন।
তাঁর সময় লেগেছ ১১ ঘণ্টা ৩১ মিনিট ৮ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা আরিফুর রহমানের সময় লেগেছে ১৩ ঘণ্টা ১২ মিনিট ২৩ সেকেন্ড। সব দেশ মিলিয়ে তার অবস্থান ১ হাজার ৪১১তম।
আরিফুলের কৃতিত্বের এখানেই শেষ নয়, ২০২০ ও ২০২১ সালে তিনি ‘বাংলা চ্যানেল’ খ্যাত টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত সাঁতরে অতিক্রম করেন।
বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিয়েছেন পরপর তিন বছর। এছাড়া টাটা মুম্বাই ম্যারার্থন ইন্ডিয়া সহ একাধিক হাফ-ম্যারাথনে অংশগ্রহণ করেন।
আরিফুলের এখনকার স্বপ্ন আমেরিকায় অনুষ্ঠিতব্য আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা। এজন্য আগামী মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।