প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন

মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক দুই অভিযানে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মনিকগঞ্জ ডিবি পুলিশ। আজ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বৈতরা ২নং ওয়ার্ডের মেসার্স সোনিয়া এন্টারপ্রাইজ নামক ইটের গদির সামনে হতে চঞ্চল মোল্যা (৩৬), লিটন দেওয়ান (৩০) ও ওয়াসিম (৩৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একইদিন রাত সাড়ে ৯ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার জরিনা কলেজ গেটের সামনে হতে রিফাত রহমান (১৯) ও মোঃ সিফাত রহমান (১৯) নামের আরো দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
এসময় তাদের সাথে থাকা ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের নিকট থেকে মোট ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে মানকিগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।