প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪৯ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুর থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। আটককৃত ওই নারী উপজেলার পাথর্শী ইউনিয়নের পূর্ব হাড়িয়াবাড়ী এলাকায় বাসিন্দা।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অফিসার ইনচার্জ সুমন তালুকদারে নেতৃত্বে একটি বিশেষ দল মাদক কারবারির নিজ বসত বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ি থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে ওই নারীকে আটক করা হয়।
থানাসূত্রে জানা যায়, ২৫-বি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধের দায়ে গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
অফিসার ইনচার্জ সুমন তালুকতার জানান, ‘আটককৃত ওই নারী মাদক কারবারিকে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।