প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৬ অপরাহ্ন

মানিকগঞ্জ শিবালয় থানার মহাবেদপুর থেকে ২০ লক্ষ টাকার ২০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১ মাদক কাবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১ ঘটিকায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার রাকিবের দোকানের সামনে হতে মোঃ শাহিন মিয়া (৪৩) নামের এক মাদক কাবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
এসময় তার সাথে থাকা অনুমান ২০ লক্ষ টাকা বাজার মূল্যের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতার শাহিন মিয়া শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন বলেন, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৪(চৌদ্দ) টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় ০১টি মামলা রুজু হয়েছে।