প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়েছে নাভিন উল হকের।
দুই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা এই পেসারকে ফিরিয়ে চমকই দিয়েছে আফগানিস্তান।
চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
ওমরজাই পাকিস্তান সিরিজ ও এশিয়া কাপ মিস করার পর দলে ফিরেছেন। এশিয়া কাপে ব্যর্থতার পরও দলটির নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদিই। শক্তিশালী স্পিন আক্রমণে নেতৃত্বে থাকছেন রশিদ খান। সঙ্গে রয়েছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও নূর আহমেদ।
এশিয়া কাপের দলে থাকা অলরাউন্ডার গুলবাদিন নাইব ও শারাফউদ্দিন আশরাফের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। তা ছাড়া এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন করিম জানাত ও মোহাম্মদ সালিম।
আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রেহমান, নাভিন উল হক।
রিজার্ভ : গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ।