বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
বাংলাদেশ প্রেস কাউন্সিল এখন ঢাল তরোয়াল বিহিন নিধিরাম সর্দার নয়
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৮ অপরাহ্ন

প্রেস কাউন্সিল এখন আর ঢাল তরোয়াল বিহিন নিধিরাম সর্দার নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। 

এটিকে আরো গতিশীল করতে কাজ করছে প্রেস কাউন্সিল। শক্তিশালী করা হচ্ছে প্রেস কাউন্সিল ট্রাইবুনাল। সংশোধনী একটি আইনের খসড়া সংসদে পাশ হলেই এটি আরো শক্তিশালী হবে। এতে আস্থা বাড়বে সাংবাদিক ও সাংবাদিকদের বিরুদ্বে অভিযোগকারীদের।

আজ বুধবার দুপুরে প্রেস কাউন্সিল আয়োজিত মেহেরপুর জেলা সার্কিট হাউজে জেলার প্রীন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়ার পর থেকেই এর কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে কারো অভিযোগ থাকলেই কোর্ট অথবা থানায় মামলার আশ্রয় নেন তারা। 

ফলে অনেক সময় সাংবাদিকদের হ্যান্ডকাপ ও মাজায় দড়ি বেধে আদালতে নেয়া হয়। এটি বন্ধ করার চেষ্টা করছে প্রেস ইনস্টিটিউট। আগে প্রেস ইনস্টিউটে মামলা করলে অভিযোগকারী সেই মামলায় জয়ী হলে শুধুমাত্র সাংবাদিকদের তিরস্কার করা হতো। সেই আইনটি পরিবর্তন করে জরিমানার বিধান রাখা হয়েছে। 

যেহেতু বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য এ আইনটি করেছিলেন। সেখানে জেলের কোন বিধান ছিলো না। এখনও সেই বিধান রেখে শুধুমাত্র জরিমানার বিধান রাখা হয়েছে। আগে ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এখন ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি সংসদে তোলা হবে। 

বিলটি পাশ হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে বলে তিনি দাবি করেন। মতবিনিময় সভায় আলোচক ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকরা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল মামুন। সভায় জেলার ইলেকট্রনিক্স ও প্রীন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft