প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একই রাতে পেরুর বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল।
মেসিবিহীন আলভিসেলেস্তেদের নেতৃত্ব দেন আনহেল ডি মারিয়া। দলের জয়ে এনজো ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো এবং নিকোলাস গনসালেস একটি করে গোল করেছেন।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে লাপাজের এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে ৬০ শতাংশ বলই দখলে ছিল আর্জেন্টিনার। অন্যদিকে ৩৯ মিনিটে দুই হলুদ কাডের পর লাল কার্ড হজম করে মাঠ ছাড়তে হয় বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজকে।
এ নিয়ে টানা দ্বিতীয় জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাছাইয়ের টেবিলে শীর্ষস্থান দখল করে নিলো আর্জেন্টিনা। অন্যদিকে ইন্টার মায়ামি ও জাতীয় দলের হয়ে টানা ম্যাচ খেলার ধকলও কিছুটা সামলাতে পারলেন মেসি। বয়স ও ক্লান্তির কথা মাথায় রেখেই এদিন তাকে বাইরে রেখেছিলেন স্কালোনি।
একই রাতে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধে গোল শূন্য হলেও একেবারে শেষ মুহূর্তে নেইমারের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। ওই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।