বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে সকল উন্নয়ন থমকে যায়: প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১১ অপরাহ্ন

’৯৬ সালে সরকার গঠন করে সুচিন্তিত ও পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকি। ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতার আসার পর সকল উন্নয়ন কাজ থমকে যায়— এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কমনওয়েলথ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড ফোরাম ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন এবং কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকার প্রধান বলেন, বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিল। আর আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা। এ দেশের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত। বিনিয়োগকারীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ভৌগলিক অবস্থানের দিক থেকে তিনশ কোটি মানুষের বাজারের কেন্দ্রে বাংলাদেশের অবস্থান। তাই বিনিয়োগকারীদের টেকসই ও পরিবেশবান্ধব বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকার বিনিয়োগকারীদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে চায় উল্লেখ করে দুই দিনের এ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft