বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
‘৩ ঘণ্টার মধ্যে হাইকোর্টের জামিন আদেশ কীভাবে কুমিল্লায় গেলো’
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পরা তিন দুর্বৃত্তদের গুলিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৪০) হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. শাহীনুল ইসলাম ওরফে সোহেল সিকদার জামিন বাতিল করেছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত সোহেল সিকদারের জামিন বাতিল করে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এসময় মাত্র ৩ ঘণ্টার মধ্যে হাইকোর্টের জামিন আদেশ কিভাবে কুমিল্লায় গেলো সে বিষয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আরেক আসামি মো. শাহীনুল ইসলাম ওরফে সোহেল সিকদারের জামিন বাতিল ও আত্মসমর্পণ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। 

এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত।

প্রসঙ্গত, নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চান আসামি সোহেল সিকদার। গত ২৭ জুলাই বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। এরপর ৩ ও ১০ আগস্ট আবেদনটি কার্যতালিকায় ছিল। ১০ আগস্ট জামিন আবেদনটি খারিজের আদেশ দিতে চাইলে আসামির আইনজীবী তা ‘নন প্রসিকিউশন’ করে নেন।

এরপর ২৮ আগস্ট বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে জামিন চেয়ে ফের আবেদন করেন আসামির আইনজীবী। এরপর আবেদনটি শুনানির জন্য টানা তিন কার্যদিবস কার্যতালিকায় আসে।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft