বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

গতকাল সোমবার রাত দেড়টার দিকে যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশে পোর্ট থানা পুলিশের অভিযানে ২০৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, ছোট আঁচড়া ও বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এর সামনে হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল এবং বেনাপোল নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ জাকির হোসেন নামে একজনকে আটক করে।
আটককৃত আসামী মোঃ জাকির হোসেন (২৫) পোর্ট থানা খড়িডাংগা গ্রামের জিল্লুর রহমান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।