বিএসএমএমইউ প্রতিনিধি হলেন ছয়েফ উদ্দিন আহমদ ও মো. রাসেল
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ ও সহযোগী অধ্যাপক মো. রাসেল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সার্জারি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মো. রাসেল। তিনি পেয়েছেন ১৪৬ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ১০৮ ভোট।
নির্বাচনে ভোটার ছিলেন ৩৮৩ জন। ভোট দিয়েছেন ৩৬৩ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মনিরুজ্জামান খান। সদস্যসচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহউদ্দিন সিদ্দিক। সদস্য ছিলেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহজাদা সেলিম। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জুয়েল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শনের সময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সবার মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের হয়ে বিএমডিসিকে নীতিনির্ধারক পর্যায়ে পরামর্শ দেবেন ও প্রয়োজনীয় উদ্যোগ নিতে সহযোগিতা করবেন বলে তিনি আশা করছেন।