প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৫ অপরাহ্ন

আগের ম্যাচেই পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সাড়ে তিনশর বেশি রান করেছিল ভারত। অথচ আজ মঙ্গলবার দেখা গেল তাদের অন্য রূপ। শ্রীলঙ্কার দুই স্পিনার দুনিথ ওয়ালগে এবং চারিথ আসালাঙ্কার ঘূর্ণিতে রোহিত শর্মার দল অলআউট হয়েছে ২১৩ রানে। দুই স্পিনারই নিয়েছেন মোট ৯ উইকেট।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা বেশ ভালোই হয়েছিল। ৮০ রানের ওপেনিং জুটিতে মনে হয়েছিল যে আগের দিন পাকিস্তান ম্যাচের মতোই বিশাল স্কোর গড়বে ভারত। কিন্তু তেমনটা হয়নি। বরং ওয়েলগের বলে শুভমান গিলের (২৫) বিদায়ের পর ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।
একমাত্র ফিফটি করেছেন অধিনায়ক রোহিত শর্মা (৫৩)। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি আর লোকেশ রাহুল ইনিংস বড় করতে পারেননি। পাঁচে নেমে রাহুল ৪৪ বলে ৩৯ রান করলেও বিরাট কোহলি মাত্র ৩ রানে করে দুনিথ ওয়েলগের বলে আউট হয়ে যান। শ্রীলঙ্কার ২০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার আজ ১০ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
১৩ ওয়ানডের ক্যারিয়ারে এটাই তার প্রথম পাঁচ উইকেট শিকার। ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন ইশান কিশান। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৫ রানের বেশি করতে পারেননি। শেষদিকে অক্ষর প্যাটেল ২৬ রান করেন। ভারত ৪৯.১ ওভারে গুটিয়ে যায় ২১৩ রানে।
তাদের ৬ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ৪০ রানে ৫ উইকেট নেন দুনিথ ওয়েলগে। এছাড়া অফ স্পিনার চারিথ আসালাঙ্কা ৯ ওভারে মাত্র ১৮ রানে নেন ৪ উইকেট।