মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
ইরানের জব্দ ৬০০ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের ছাড়, ৫ ইরানি মুক্ত
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন

জাতীয় স্বার্থে এবার ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় বড় ধরনের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বাজেয়াপ্ত ৬০০ কোটি ডলারের সম্পদ ছাড় দেয়ার পাশাপাশি পাঁচ ইরানি বন্দীকে মুক্তি দেয়ার প্রক্রিয়াও শেষ করেছে বাইডেন প্রশাসন। 

তেহরানের কারাগারে বন্দী পাঁচ মার্কিন নাগরিকের মুক্তির প্রক্রিয়া শুরু করতে এমন প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়ায় জব্দ তেহরানের এই সম্পর্দ পাঠানো হবে কাতারে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়টি রয়টার্সের বরাতে জানিয়েছে আরব নিউজ। 

ইরানের ওপর ওই নিষেধাজ্ঞা শিথিলের নথিতে সই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিষয়টি মার্কিন কংগ্রেসকেও জানানো হয়নি। এ ঘটনার প্রায় এক মাস আগে চরম বৈরি সম্পর্কে থাকা এই দুই দেশের কর্মকর্তারা নীতিগতভাবে একটি চুক্তি হওয়ার ঘোষণা দিয়েছিলেন। 

সেই চুক্তির রূপরেখাও প্রকাশ করা হয়েছিল এবং সেই অনুসারে ইরানের জব্দ অর্থ ছাড় দেওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল। তেহরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিকের মুক্তির পথ পরিষ্কার করতেই এমন নমনীয় পদক্ষেপ অনেকটা গোপনেই সেরেছে বাইডেন প্রশাসন।

তেহরানে বন্দি যুক্তরাষ্ট্ররের পাঁচ নাগরিকের মধ্যে রয়েছেন সিয়ামক নামাজি, যাকে ২০১৫ সালে আটক করা হয়েছিল এবং পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল; ভেঞ্চার ক্যাপিটালিস্ট এমাদ শার্ঘি, যাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল; ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সংরক্ষণবাদী মোরাদ তাহবাজ, যিনি ২০১৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং ১০ বছরের সাজা পেয়েছিলেন। তবে চতুর্থ ও পঞ্চম বন্দীর পরিচয় জানা যায়নি।

মার্কিন শীর্ষ কর্তা জানিয়েছেন, তাদের (পাঁচ মার্কিন বন্দী) মুক্তির বিনিময়ে সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রে বন্দী পাঁচজন ইরানি নাগরিককে মুক্তি দিতে এবং দক্ষিণ কোরিয়ায় বাজেয়াপ্ত প্রায় ৬০০ কোটি ডলার সমমূল্যের ইরানি অর্থ কাতারের অ্যাকাউন্টগুলোতে স্থানান্তরের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft