প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১১ অপরাহ্ন

শুরু হয়েছে এশিয়া কাপের ভারত বনাম শ্রীলংকা সুপার ফোরের ম্যাচ। এর একদিন আগেই পাকিস্তানকে বাজেভাবে হারিয়েছে ভারত। গতকাল ভারত ২২৮ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে পাকিস্থানকে।
তবে পাকিস্তান ম্যাচ শেষ করেই কোহলিদের আজ আবার নামতে হয়েছে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলার জন্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১১ রানে ৩ উইকেট ২১ ওভার শেষে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে রোহিত শর্মা ব্যাক্তিগত ৫৩ রানে ফেরেন সাজঘরে। তাকে ফেরান দানিথ। শুভমান গিল করেন ১৯ আর ভিরাট কোহলি করেন মাত্র ৩ রান।
এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে ভারত। পেসার শার্দুল ঠাকুরের পরিবর্তে সুযোগ পেয়েছে আক্সার প্যাটেল। এদিকে ভারত বধের মিশনে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে লংকানরা।
আজকের ম্যাচ জিতলে টানা ১৪ ওয়ানডেতে জয়ের রেকর্ড গড়বে লংকানরা।